নিউজ ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৫ ১৯:১৮

শ্রুতির আয়োজনে নগরীতে পিঠা উৎসব উদযাপিত

সুস্বাদু সব পিঠার পাশাপাশি ছিলো লোকসংগীত, বাউলগান

ছবিঃ হাসান মোরশেদ

সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে শুক্রবার (৯ জানুয়ারি) নগরীর মীরের ময়দানের সংস্কৃত কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব ।

সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া দিনব্যাপী উৎসবে আবহমান বাংলার নানান ঐতিহ্যবাহী পিঠা নিয়ে বেশকয়েকটি স্টলে দেখা যায় ।

ভাপা, চিতই, পাটি সাপটা, নারিকেলের নাড়ু, বাদামের বরফি, নুনের পিঠা, দুধ চিতই , কামরাঙ্গা পিঠা, হৃদয় হরণ এমন সব সুস্বাদু পিঠা খেতে বিভিন্ন বয়সী মানুষকে ভিড় করতে দেখা যায় এসব স্টলে।


পিঠার পাশাপাশি বাড়তি পাওয়া ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ।  লোকসংগীত পরিবেশন করেন ফরিদপুরের  শিল্পী শ্যামল পাল। বাউল গান পরিবেশন করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য আব্দুর রহমান ,  কুষ্টিয়ার আব্দুল কুদ্দুস এবং শিশু শিল্পী সাগর ।





আপনার মন্তব্য

আলোচিত