নিউজ ডেস্ক

১৪ জানুয়ারি, ২০১৫ ১০:০৯

রংপুরে বাসে আগুন, নিহত ৪!

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে রংপুরের মিঠাপুকুরে বাসে আগুনে তিনজন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি: বিডিনিউজ২৪ডটকম


বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে রংপুরের মিঠাপুকুরে বাসে আগুনে তিনজন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার গভীর রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে আগুন দিলে এ হতাহতের ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি রবিউল ইসলাম জানান।

রাত ১টার দিকে মিঠাপুকুরের জায়গীরহাট শাপলা হিমাগারের কাছে পৌঁছালে ব্যারিকেড দিয়ে বাসটি থামানো হয়।

এরপর পেট্রোল ঢেলে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

বাসে আগুনে দগ্ধ এক শিশুসহ ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে হাসপাতালের পরিচালক ড. আব্দুল কাদের খান জানিয়েছেন।

মিঠাপুকুরের ওই এলাকায় জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের শক্ত অবস্থান রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার পর মিঠাপুকুরে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত কর্মীরা।

সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে সাতজন নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত