নিউজ ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৫ ১৮:৪৯

সিলেটে ১২তম মৃত্যুবার্ষিকীতে কমরেড অমল সেনকে স্মরণ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, তেভাগা আন্দোলনের মুখ্য ব্যক্তিত্ব কমরেড অমল সেনের ১২তম মৃত্যুবার্ষিকীতে সিলেট ওয়ার্কার্স পার্টির ৮ সেলের উদ্যোগে স্থানীয় সোবহানীঘাটে সেল কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, তেভাগা আন্দোলনের মুখ্য ব্যক্তিত্ব কমরেড অমল সেনের ১২তম মৃত্যুবার্ষিকীতে সিলেট ওয়ার্কার্স পার্টির ৮ সেলের উদ্যোগে স্থানীয় সোবহানীঘাটে সেল কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতা কমরেড শফিক আহমদের সভাপতিত্বে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা, আন্তর্জাতিক বাম রাজনীতির উপর গবেষক এবং ফিনল্যান্ড বাম জোটের পক্ষ থেকে মনোনীত ইউরোপীয়ান ইউনিয়নের পলিসি গঠন কমিটির সদস্য ড. নেছার আহমদ কায়সা।

সভায় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টির সোবহানীঘাট সেল সম্পাদক মহিতোষ চৌধুরী প্রসাদ, নারায়ণ পুরকায়স্থ ফণি, বিজয় ধর লিটন, ল²ীপুর সেল সম্পাদক মহিম উদ্দিনসহ অনান্য সম্পাদকবৃন্দ ও জেলা যুব মৈত্রী সভাপতি তোবারক হোসেন, উজ্জ্বল দেব, অনুপ দেব প্রমুখ।

সভায় শুরুতে কমরেড অমল সেনের প্রতি এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


-প্রেবি



আপনার মন্তব্য

আলোচিত