সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৪ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর হাউজিং এস্টেটস্থ সমিতির কার্যালয়ে দু’পর্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বার্ষিক ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন এবং এসব প্রতিবেদনের উপর আলোচনা করা হয়। ঘোষণা করার সমিতির নবনির্বাচিত কমিটি। উপস্থাপন করা হয় ২০১৫ সালের প্রস্তাবিত বাজেট।
জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে সভার প্রথম পর্বেে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুর রহমান। পরে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম পাঠানের উপস্থাপন করা ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এরপর ২০১৪ সালের সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর।
সমিতির হিসাব নিরীক্ষক মোহাম্মদ আলী খোকনের প্রস্তুতকৃত নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট আব্দুল আলীম পাঠান। সমিতির প্রয়াত সদস্য অ্যাডভোকেট বিপ্লব কুমার রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন অ্যাডভোকেট খায়রুল ইসলাম চৌধুরী। সভায় বিপ্লব রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট আবিদ আলী চৌধুরী, অ্যাডভোকেট এমইএম ইকবালুর রহমান, অ্যাডভোকেট স্বপন কুমার দাস, অ্যাডভোকেট খায়রুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট সালাহ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট সজল কুমার রায়, অ্যাডভোকেট অরূপ কুমার দে ও অ্যাডভোকেট আবুল ফজল।
সমিতির নবনির্বাচিত সভাপতি এমইএম ইকবালুর রহমানের সভাপতিত্বে সভার দ্বিতীয় পর্বের শুরুতে সমিতির নির্বাচন কমিশনারে পক্ষে নতুন কমিটি ঘোষণা করে অ্যাডভোকেট বিধু ভূষণ ভট্টাচার্য। ১৫ সদস্যের কমিটির সভাপতি অ্যাডভোকেট এমইএম ইকবালুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠন, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট রঞ্জুমনি ধর, হিসাব নিরীক্ষক অ্যাডভোকেট মোহাম্মদ আলী খোকন, কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট আবিদ আলী চৌধুরী, অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট আলী আকবর, অ্যাডভোকেট স্বপন কুমার দাস, অ্যাডভোকেট সিরাজুল হুসেন আহমদ, অ্যাডভোকেট অরূপ কুমার দে ও অ্যাডভোকেট আবুল ফজল।
নির্বাচন কমিশনার ও কার্যকরী পরিষদের অপর সদস্য সমিতির কার্যনির্বাহী সভায় পুরণ করা হবে। নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করার পর সভায় ২০১৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সমর বিজয় সী শেখর। সর্বশেষ নবনির্বাচিত সভাপতির বক্তব্যের মাধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
-প্রেবি
আপনার মন্তব্য