নিউজ ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৪ ১৬:৪০

যেকোন সময় গ্রেফতার হতে পারেন মেয়র আরিফ

সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলায় যেকোন সময় গ্রেফতার হতে পারেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলায় যেকোন সময় গ্রেফতার হতে পারেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী । একই মামলায় হবিগঞ্জের মেয়র জিকে গউছ গ্রেফতার হবার পর আরিফের আটকের সম্ভবনা আরও প্রবল হয়ে উঠেছে । এদিকে আজই আরিফুল হক আত্মসমর্পন করছেন বলে শহরব্যাপী গুজব ছড়িয়ে পড়ে । তবে তিনি আজ আদালতে হাজির হননি আত্মগোপনে থাকা আরিফ । 

কোথায় আছেন আরিফ তা জানা না গেলেও ঘনিষ্ঠ সূত্রে জানা যায় খুব শীঘ্রই তিনি নিজ থেকেই আত্মসমর্পন করতে পারেন ।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর এ মামলায় নতুন ১১ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক রশিদ আহমেদ এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হরকাতুল উসজিহাদের নেতা মুফতি হান্নান সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছ, মুফতি সফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মোহাম্মদ আলী, বদরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০০৫ সালে চার্জশিট ও ২০১১ সালে দুবার সম্পূরক চার্জশিট দেয়া হয়। ওই সময় বাদীপক্ষ নারাজি দিয়ে পুনঃতদন্তের নির্দেশ দিলে আদালত আবারও চার্জশিট প্রদানের নির্দেশ দেয় তদন্তকারী কর্মকর্তাকে।  
 

আপনার মন্তব্য

আলোচিত