নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০১৫ ০৪:২১

সিলেট ১৪ দলের মতবিনিময় সভা

সিলেটে ১৪ দলের মতবিনিময় সভায় দেশে সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

শুক্রবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা জাসদ এর সভাপতি আলহাজ্ব কলন্দর আলী, মহানগর ন্যাপের সভাপতি ইসহাক আলী, সিলেট বিএমপি এর সাধারণ সম্পাদক ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, সিলেট জেলা জাসদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, মহানগর ন্যাপের সহ-সভাপতি কোরেশ আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা দেশের উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারছে না। তাই যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মানুষ পুড়াচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে মানুষকে ঘরের মধ্যে আটকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু দেশবাসী তাদের সন্ত্রাসী কর্মকান্ডে ভীত না হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। যারা সন্ত্রাসের রাজ্য কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়তে তুলতে হবে।



আপনার মন্তব্য

আলোচিত