সিলেট টুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৫ ০০:৪৪

ক্রীড়ালেখক সমিতি'র অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখা ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার আয়োজন করেছে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫।


বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখা ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার আয়োজন করেছে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫। সাড়া জাগানো মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার পর অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু করে প্রশংসা কুঁড়িয়েছে সিলেটের ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সকল অতিথি ক্রীড়ালেখক সমিতির এরকম আয়োজনের প্রশংসা করেন এবং এরকম প্রতিযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। গতকাল রোববার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ‘সাকের অটো ব্রিক-ক্রীড়ালেখক সমিতি অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়। সমিতির সভাপতি মানব চাট্টার্জ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মান্না চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান সাকের অটো ব্রিকের সত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী আতাউল্লাহ মোহাম্মদ সাকের।

অনুষ্ঠানে উদ্বোধন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া)। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুল মালিক চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার আলী আশরাফ চৌধুরী খালেদ, সময় টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রধান ইকরামুল কবির ইকু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সভাপতি ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির কার্যনির্বাহী সদস্য আহবাব মোস্তফা খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল খাবির, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আতাউর রহমান আতা, আক্কাছ উদ্দিন আক্কাই, ক্রীড়ালেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্জু, জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির সম্পাদক অচ্যুত ভট্টাচার্য অজিত, জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির সাবেক সম্পাদক জহুর চৌধুরী বাবু, ব্যাডমিন্টন কোচ প্রদীপ ভট্টাচার্য ও শিব্বির আহমদ, ক্রিকেট কোচ রানা মিয়া, সিনিয়র সাংবাদিক দুলাল আহমদ, মঈন উদ্দিন আহমদ, আনন্দ সরকার, ক্রীড়ালেখক সমিতির কোষাধ্যক্ষ মামুন খান, সমিতির সদস্য হাসান মো. শামীম, মাহবুবুল আলম ছাদেক, মোস্তাফিজ রুমান, আহমদ ইয়াসিন খান, মিজান আহমদ চৌধুরী, ক্রীড়ালেখক মিজানুর রহমান মিজান প্রমুখ।

অভ্যন্তরীণ ক্রীড়াপ্রতিযোগিতার উদ্বোধনী দিনে ব্যাডমিন্টন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে মাহবুবুল আলম ছাদেক-আহমদ ইয়াসিন খান জুটিকে সরাসরি সেটে হারিয়ে বিজয়ী হন মঈন উদ্দিন মন্জু-হাসান মো. শামীম জুটি। অপর ম্যাচে শফিকুর রহমান চৌধুরী-মোস্তাফিজ রুমান জুটিকে সরাসরি সেটে হারিয়ে বিজয়ী হন মান্না চৌধুরী-মামুন খান জুটি। প্রতিযোগিতার অবশিষ্ট খেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শেষে অনুষ্ঠিত হবে।




আপনার মন্তব্য

আলোচিত