স্পোর্টস ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৪ ২১:৪০

তামিমকে রেখেই ঘোষনা হচ্ছে বিশ্বকাপ দল, ফিরছেন নাসিরও!

ইনজুরি আক্রান্ত তামিম ইকবালকে ১৫ জনের দলে রেখেই ৪ অথবা ৫ জানুয়ারি ঘোষণা হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড

বিশ্বস্তসূত্রে জানা গেছে ৩ নির্বাচক - ফারুখ আহমেদ , মিনহাজুল আবেদিন এবং হাবিবুল বাশার এরই মধ্যে দফায় দফায় বৈঠক করে চূড়ান্ত করে ফেলেছেন বিশ্বকাপ দল । এখন বোর্ড সভাপতির সাথে আরেক দফা বৈঠকের পরই ঘোষনা করা হবে ১৫ টাইগারের নাম

প্রধান নির্বাচক ফারুখ আহমেদ আগেই জানিয়েছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডগামী বিশ্বকাপ দলে আছেন ৪ পেসার । অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে থাকবেন তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং রুবেল হোসেন । যদিও বিতর্ক এড়াতে শেষ মুহুর্তে রুবেলকে বাদ দিয়ে শফিউলকে দলে নেয়া হতে পারে । সারপ্রাইজ লেগ স্পিনার জুবায়ের হোসেনেকে ট্রাম্পকার্ড হিসেবে রাখা হতে পারে , সেই সাথে অভিজ্ঞতা বিবেচনায়  থাকতে পারেন আরাফাত সানি । স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন যথারীতি সাকিব আল হাসান।

ওপেনার হিসেবে তামিম ইকবালের সাথে অনুমিতভাবেই থাকছেন এনামুল হক বিজয় । বিকল্প ওপেনার কাম পেস অলরাউন্ডার কোটায় সম্ভবত বিশ্বকাপে যাওয়ার স্বপ্নপূরন হচ্ছেই সৌম্য সরকারের । তামিমের ইনজুরির কথা বিবেচনা করে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হতে পারে ইনফর্ম ওপেনার লিটন দাসকে ।

ওয়ান ডাউনে প্রথম পছন্দ মুমিনুল হকের সাথে স্ট্যান্ডবাই হিসেবে থাকতে পারেন ইমরুল কায়েস  । মিডল অর্ডারে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ তো থাকছেনই । এছাড়া এক সিরিজ পরই দলে ফেরা অনেকটা নিশ্চিত দ্যা ফিনিশার নাসির হোসেনের । থাকছেন দারুন ফর্মে থাকা মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান ।


বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দলঃ  তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম , মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন , সাব্বির রহমান , সৌম্য সরকার, মাশরাফি মুর্তজা (অধিনায়ক) , তাসকিন আহমেদ, আল আমিন হোসেন , রুবেল হোসেন , জুবায়ের হোসেন ও
আরাফাত সানি

স্ট্যান্ডবাইঃ লিটন কুমার দাস,  তাইজুল ইসলাম , আবুল হোসেন রাজু, ইমরুল কায়েস


আপনার মন্তব্য

আলোচিত