Sylhet Today 24 PRINT

দেশে আনা হচ্ছে না লিবিয়ায় নিহতদের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক |  ৩১ মে, ২০২০

লিবিয়ায় অপহরণকারীদের গুলিতে নিহত ২৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে না। লিবিয়ার মিজদা শহরেই দাফন করা হবে লাশগুলো। শনিবার (৩০ মে) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর আশরাফুল ইসলাম এই তথ্য জানিয়ে বলেন, নিহতদের পরিবারের সাথে আলোচনার মাধ্যমে মিজদা শহরেই মরদেহগুলো দাফনের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল মিজদার একটি হাসপাতালে রাখা হয়েছে লাশগুলো।

বিজ্ঞাপন

কাউন্সিলর আশরাফুল ইসলাম বলেন, ‘যুদ্ধকবলিত এলাকা এবং জাতিসংঘ সমর্থিত সরকারের নিয়ন্ত্রণের বাইরের এলাকা হওয়ায় রাজধানী ত্রিপোলির সাথে মিজদা শহরের যোগাযোগের ব্যবস্থা বেশ খারাপ। এমনকি মিজদা খুবই ছোট একটি অনুন্নত শহর, সেখানে লাশগুলো সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থাও নেই। তাই লাশগুলো মিজদায় দাফন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। কাজেই এটা মেনে নিতেই হচ্ছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের মিজদা অঞ্চলে অপহরণকারীদের গুলিতে ২৬ জন বাংলাদেশি নিহত হন। আহত হন আরও ১১ জন বাংলাদেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.