Sylhet Today 24 PRINT

ইতালিতে ধর্ষণের অভিযোগে ৪ বাংলাদেশি জেলহাজতে

মাঈনুল ইসলাম নাসিম |  ১৮ জুন, ২০২০

এক বছর না পেরোতেই পৃথক দুটি ধর্ষণের ঘটনায় ইতালির সিসিলি দ্বীপের প্রধান নগরী পালেরমোতে মোট চারজন বাংলাদেশি এখন জেলহাজতে।

গত বছরের ৪ জুলাই সংঘটিত প্রথম ঘটনায় স্থানীয় অধিবাসী ইতালিয়ান এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত সাগর দেব (২১) ও ফেরদৌস খান (১৯) নামে দুই বাংলাদেশির পরিচয় প্রকাশিত হলেও চলতি বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পর্যটক ধর্ষণের ঘটনায় সাম্প্রতিককালে গ্রেপ্তার হওয়া নতুন দুই বাংলাদেশি ধর্ষকের নাম এখনো জানানো হয়নি। মহামারির কারণে আদালতে তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হতে বেশ কয়েকমাস বিলম্বিত হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের জন্য লজ্জাজনক সর্বশেষ নেক্কারজনক ঘটনার বিবরণে জানা যায়, ছুটি কাটাতে সুদূর যুক্তরাষ্ট্র থেকে সিসিলির পালেরমো আসা ২৯ বছর বয়সী যুবতী ২১ ফেব্রুয়ারি দিনের শেষে নগরীর প্রাণকেন্দ্রে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি তোলার সময় পালেরমোর অধিবাসী ৩০ বছর বয়সী সুচতুর এক বাংলাদেশির পাল্লায় পড়ে যান। সন্ধ্যা ঘনিয়ে আসার পর সুন্দর সুন্দর কথা বলতে বলতে যুবতীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুলিশ অফিসের ঠিক সামনে ভিল্লা বোনান্নো পার্কে।

পালেরমো পাবলিক প্রসিকিউটর অফিসের দেয়া তথ্য মতে, সুযোগসন্ধানী বাংলাদেশি যুবক সেদিন সন্ধ্যার পর তার বন্ধু আরেক বাংলাদেশির সহায়তায় মার্কিন যুবতীকে পার্কের গাছগাছালির আড়ালে নিয়ে গিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। আত্মরক্ষার্থে ওই যুবতী চিৎকার করে দূরে কারো দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেও দুই ধর্ষকের কৌশলের কাছে তা হার মানে।

তীব্র ব্যাথা নিয়ে পরে স্থানীয় পলি ক্লিনিক হাসপাতালে চিকিৎসকদের কাছে গিয়ে মেয়েটি সব খুলে বলেন। ধর্ষণের আলামতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাবার পর চিকিৎসকরাই পুলিশ ডেকে কেইস ফাইল করেন।

বিখ্যাত পর্যটন দ্বীপ সিসিলিতে লাগাতার ধর্ষণের ঘটনায় গতবারের ন্যায় এবারও বাংলাদেশিদের নাম উঠে আসায় সাগর বক্ষে সিসিলি'র সীমানা পেরিয়ে পুরো ইতালিতেই বাংলাদেশিদের ভাবমূর্তি এখন তলানিতে। বিগত বছরগুলোতে ইতালির অন্যান্য শহরেও বেশ কয়েকটি ধর্ষন মামলায় বাংলাদেশের নাগরিকদের দেখা গিয়েছে আদালতের কাঠগড়ায়।

জাতীয় গণমাধ্যমে ফলাও করে বাংলাদেশিদের অপকর্মের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। ইতালিতে এতো সব দেশের অভিবাসীরা থাকতে ইদানিং ধর্ষণের ঘটনায় বার বার বাংলাদেশিদের নাম এলেও কোন পদক্ষেপ নেই বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.