Sylhet Today 24 PRINT

ব্রিটেনে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনকে গ্রেপ্তারের দাবি

জুয়েল রাজ, লন্ডন থেকে |  ২০ জুলাই, ২০২০

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মামলা করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ-বাংলাদেশি চৌধুরী মুঈনুদ্দীন (৭১), খবরটি দিয়েছে ১৯ জুলাই যুক্তরাজ্য থেকে প্রকাশিত মেইল অন সানডে। ব্রিটিশ এই মন্ত্রীর কাছে ৬০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানি মামলা করেন তিনি।

এই মামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য শাখা।

যুক্তরাজ্য শাখার সভাপতি সাবেক কাউন্সিলার নূরউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খান যৌথ এক বিবৃতিতে বলেন, চৌধুরী মুঈনুদ্দীন বাংলাদেশে প্রমাণিত ও সাজাপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী। ব্রিটিশ সরকারে সাম্প্রতিক যে আইন করা হয়েছে বিভিন্ন দেশের যুদ্ধাপরাধীদের ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করার জন্য সেই আইনের আওতায় এই যুদ্ধাপরাধীর তথ্য গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে নেয়া নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে পাঠিয়ে বিচার সম্পন্নে সহায়তা করা হোক।

তারা স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে এক স্মারকলিপিতে চৌধুরী মুঈনুদ্দীনকে অবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.