Sylhet Today 24 PRINT

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সাথে ফ্রান্স বিএনপির মতবিনিময়

নিউজ ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৫

প্যারিসে আসন্ন জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিহতের ঘোষনা দিলেন ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ। রোববার বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সাথে মতবিনিময়কালে এমন ঘোষনা দেন তারা।

রোববার স্থানীয় সময় বিকেল ৩ টায় ফ্রান্স বিএনপি আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির অন্যতম এই নেতা। প্যারিসের গান্ধী মহল রেষ্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের ফ্রান্স শাখার সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সাধারন সম্পাদক এম এ তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অথিতির বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, বর্তমানে দেশে গনতন্ত্র অবরুদ্ধ হয়ে আছে, বাকশালী কায়দায় দেশ পরিচালিত হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সারা বিশ্বের জাতীয়তাবাদী দলের সমর্থকদের এক হয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সহ-সভাপতি শাহেদ আলী, সিরাজূর রহমান, সানাউল ইসলাম, শাহা জামাল, তসলিম উদ্দিন, এম, এ রশিদ, সহ-সাধারন সম্পাদক জুনেদ আহমদ, সৈয়দ জালাস জামাল, আরিফ হাসান, সাংঠনিক সম্পাদক জালাল খাঁন, সহ- সাংঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইলিয়াস মুক্তি পরিষদ এর আহবায়হক মফিজ আলী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শ্যামল দাশ সানী, সাহিত্য প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, সহ- বানিজ্যে সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, আর বক্ত রাখেন - মনোয়ার ইসলাম, বকুল আহমদ, শামীমা আক্তার রুবি, কামাল হোসেন, রফিকুল ইসলাম, ইকবাল খাঁন, জাকারিয়া আহমদ, চঞ্চল শেখ, খালেদ হোসেন বাবলু, কামাল হোসেন, এখলাছ হক, করিম মাস্টার, আক্তার উজ্জামান, সৈয়দ শাহেদ আলী।

বক্তারা বলেন, আগামী নভেম্বরে প্যারিসে জলবায়ু সম্মেলনে শেখ হাসিনা উপস্থিত থাকার কথা রয়েছে। এসময় ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ শেখ হাসিনার ফ্রান্স সফরের প্রতিবাদ ও নিন্দা জানাবে। ফ্রান্সে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রতিহত করার ঘোষনা দেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.