Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে প্রবাসী জগন্নাথপুরবাসীর মতবিনিময়

নিউইয়র্ক প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০২০

নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জগন্নাথপুর উপজেলাবাসীর এক মতবিনিময় সভায় আসন্ন জগন্নাথপুর সিটি মেয়র নির্বাচনে মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ ইব্রাহীমের প্রতি সমর্থন জানান হয়েছে। গত ৬ সেপ্টেম্বর (রোববার) রাতে ব্রঙ্কসের স্টালিং-বাংলাবাজার এলাকায় আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি জগন্নাথপুরের সন্তান আব্দুস শহীদের সমর্থনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুরের সন্তান কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন রশিদের সভাপতিত্বে এবং মো. শাহীন কামালীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র উপদেষ্টা ছদরুন নূর, অধ্যাপক আমিনুল হক চুন্নু, যুক্তরাষ্ট্র জগন্নাথপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট এম আলী রাজা, আশরাফুল হক, গোলাম আহমেদ মিঠু, আশরাফ হোসেন, মির্জা আব্দুর রশিদ, আব্দুল গফুর, রুহুল আমিন, শাহজাহান শাহান, আবু হাসানাত, জয়নাল উদ্দিন, লায়েক, শাহজাহান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে জগন্নাথপুরসহ বৃহত্তর সিলেট প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মেয়র নির্বাচিত হলে জগন্নাথপুরের উন্নয়ন সহ বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন আবদুস সহীদ। প্রবাসীরাও উপকৃত হবেন। বক্তারা আসন্ন জগন্নাথপুর সিটি মেয়র নির্বাচনে তাকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান। নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হলে প্রবাসীরা তার পাশে থাকবেন বলেও বক্তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বক্তারা জগন্নাথপুর সিটি মেয়র নির্বাচনে আব্দুস শহীদ ইব্রাহীমকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জন্য বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী ও জগন্নাথপুর থেকে নির্বাচিত সাংসদ এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

আওয়ামী লীগের মনোনয়ন না পেলে আব্দুস শহীদকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আহ্বান জানান সভায় উপস্থিত জগন্নাথপুর উপজেলাবাসী। তাকে অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য প্রবাসী জগন্নাথপুর উপজেলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আবদুস সহীদ ইব্রাহীম। তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি সব সময় গণ মানুষের পাশে থাকবেন। প্রবাসীদের দেশে কোন সমস্যা হলে তা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

জগন্নাথপুর পৌরসভার হাবিবপুর এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুস সহীদ ইব্রাহীম জানান, তিনি জগন্নাথপুরে হাই স্কুলে পড়াকালীন ছাত্র লীগ করতেন। তার পরিবারের সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার চাচা মরহুম আব্দুল হাকিম ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। আবদুস সহীদ ইব্রাহীম দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতার আলোকে জগন্নাথপুর পৌরবাসীর সেবা করতে চান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.