Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের বনভোজন

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০২০

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বনভোজন। গত ২০ সেপ্টেম্বর রোববার ব্রঙ্কসের ২০০ টিফফানী স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কের খোলা মাঠে অনিন্দ সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় এ বনভোজন। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসবাসরত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের দেড় শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন এ বনভোজনে।

এদিন দুপুরে প্রাকৃতিক সৌন্দয্যমন্ডিত এই বনভোজন স্থলে সমবেত হন তারা। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আনন্দঘন আড্ডামুখর ভিন্ন পরিবেশ তৈরি হয় পার্কে। এসময় তারা কলেজ জীবনের নানা স্মৃতিচারণের পাশাপাশি করোনায় নিহতদের আত্মার মাগফেরাতও কামনায় করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

ফ্লাওয়ার অব দ্য ইস্ট খ্যাত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এ বনভোজন আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় বনভোজনের বিভিন্ন কার্যক্রম।

ইভেন্ট কমিটির আহবায়ক তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আব্দুর রহিম বাদশাহ, সদস্য সচিব হাবিব ফয়েজি ও সদস্য মুহাম্মদ আলীর পরিচালনায় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে বনভোজনে অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আফতাব আলী, কায়কোবাদ হামিদ, মোঃ সুলতান কবির, ফয়জুর রহমান ফটিক, মোঃ মাহফুজুল বারী চৌধুরী, তালিবুন নুর, ইফতেখার সিরাজ, আব্দুল হাসিব মামুন, ইব্রাহিম চৌধুরী খোকন, শাহিন আজমল, আব্দুর নূর বড় ভূইয়া, শুভ্রত তালুকদার, আমাদ উদ্দিন, দেলোয়ার হোসেন, ফরহাদ কবির, মামুনুর রশিদ, মোঃ জালাল উদ্দীন জগলু, কাজী ওদুদ আহমেদ, মোঃ বাছিত, আব্দুল আহাদ, মোঃ নাসির উদ্দিন, রোহেল চৌধুরী, মোঃ নূর উদ্দিন, জালাল আহমদ চৌধুরী, সামির শাহ জুয়েল, আব্দুর রউফ পাশা, মোঃ নাসির উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ গোলজার আহমদ চৌধুরী, মাসুম আহমদ, তানভির আহমদ, মোঃ সুলেমান আহমদ, আব্দুল্লাহ রশিদ মামুন, বিপ্রেশ রায়, খাদিজা ইসলাম মৌরী, জয়ন্ত পাল, নীপা আলী, ফাতেমা কালাম, মো. আনোয়ার, আব্দুল হাই, রাসেল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন এম. সি. কলেজের সাবেক অধ্যাপক সায়্যেদ মুজিবুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, মহিউদ্দিন দেওয়ান, শেখ আতিকুল ইসলাম, সাইদুর রহমান লিংকন, মামুন ইসলাম, মাহফুজ আদনান, অলিউর রহমান, ডা. শাহানারা আলী, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম মনি, ফেরদৌসী বেগম বিউটি, আসমা-উল-হুসনা, লুৎফুন্নেছা আলী, মমতা চৌধুরী, শাহজাহান আলী, মোঃ বেলাল হোসেন, নাছির বাছিত, আতিকা জান্নাত, শহিদুল হক, দিলওয়ার হোসেন, মোঃ আজাদ উদ্দিন, মোঃ ঈসা, আকসাদ আলী, সালেহ ইসলাম, ময়জুর লস্কর জুয়েল, নুরুল ইসলাম মিলন, অনু রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্টের সুস্বাদু খাবারে আপ্যায়ন করা হয় অতিথিদের।

অতিথি ও সদর‌্যরা করোনাকালেও এমন চমৎকার আয়োজনের জন্য উদযাপন কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান। বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১২৮ বছরের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, ঐতিহ্যবাহী এ কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানাভাবে অবদান রেখে চলেছেন।

বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইভেন্ট কমিটির আহবায়ক তোফায়েল আহমদ চৌধুরী, প্রধান সমন্বয়কারী আবদুর রহিম বাদশা এবং সদস্য সচিব হাবিব ফয়েজি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বনভোজনে সহযোগিকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন। আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হবার কথা জানান বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানে যোগদানকারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.