Sylhet Today 24 PRINT

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২০

নিউ ইয়র্কে মহানগর যুবলীগ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন।

২৭ সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় দোয়া মাহফিল, আলোচনা সভা, রান্না করা খাবার বিতরণ ও কেক কেটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করে সংগঠনটি। এ সময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউ ইয়র্ক মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি সম্পাদক মিসবাহ্ আহমদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, ঢাকা উত্তর মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহ-সভাপতি আবু তাহের, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, কমিউনিটি নেতা জাবেদ সিরাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, হেলিম উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জামাল আহমদ, রেজা আব্দুল্লাহ, কারী উল মৌলা দুলাল, আজাদুল কবির প্রমুখ।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নিউ ইয়র্ক স্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আল সরকার, হুমায়ূন কবীর, ব্রুকলিন যুবলীগের সভাপতি গোলাম মোরশেদ আলম, জয়নাল আবদীন, মহানগর যুবলীগের সহ-সভাপতি দীপঙ্কর দেব সুমন, সাংগঠনিক সম্পাদক রিটন সরকার, জাকের রহমান সম্রাট, এমদাদ প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যুবলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ তারই সুযোগ্য কন্যার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে নিজ চোখে দেখে যেতে পারতেন নিজের স্বপ্নের সেই সোনার বাংলা।

সভায় বক্তারা শেখ হাসিনার সরকারের সময় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং যুবলীগের পক্ষ থেকে নেয়া নানা কাজের কথা উল্লেখ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে লড়াই ও সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে তার স্বপ্নকে চূর্ণবিচূর্ণ করা হয়েছিল। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের পথে ধাবিত হচ্ছে তখনই ষড়যন্ত্রকারীরা সোচ্চার হয়েছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.