Sylhet Today 24 PRINT

কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে ভার্চুয়াল সভা

জুয়েল রাজ, লন্ডন থেকে |  ২৩ নভেম্বর, ২০২০

অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, কমরেড শ্রীকান্ত দাস একাধারে শিল্পী, চারণ বিপ্লবী ও প্রচার বিমুখ মানুষ ছিলেন। তিনি বলেন, শ্রীকান্ত দাস সারা জীবন মানুষের জন্য, মানুষের সাথে মিশে থেকে জনগণের কল্যাণ সাধনায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এমনকি চিকিৎসা বিজ্ঞানের জন্য নিজের দেহ দান করে এক অনন্য সাধারণ উচ্চতা নিজেকে আসীন করেছেন।

তিনি গতকাল রোববার শ্রীকান্ত সংহতি পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে ভার্চুয়াল স্মরণসভায় এ কথা বলেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ পিছু হটছে। সাম্প্রদায়িকতার কাছে আমরা আত্মসমর্পণ করে দিচ্ছি নিজেকে। মুক্তিযুদ্ধের অর্জনগুলো বেহাত হচ্ছে। এমন সময়ে কমরেড শ্রীকান্ত দাস এর জীবন সংগ্রাম আজ বাংলাদেশে চরম প্রাসঙ্গিক।

ড. জহিরুল হক শাকিল বলেন কমরেড শ্রীকান্ত ব্যক্তিজীবনের চাওয়া পাওয়ার কিছু নেই, তাঁর জীবনের এতো ত্যাগের ফলাফল আমরা ভুগবো তাই আজকের নান্দনিক সুনামগঞ্জের উন্নয়নে মেডিকেল কলেজ ও নতুন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে কোন ফ্যাকাল্টি বা ভবন করলে নতুন প্রজন্ম তাঁর আত্মত্যাগের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় উন্নীত মনমানসিকতায় গড়ে উঠবে।

গতকাল রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে পরিচালিত ভার্চুয়াল স্মরণ সভায় সভাপতিত্ব করেন শ্রীকান্ত সংহতি পরিষদের অন্যতম উদ্যোক্তা কমরেড আবেদ আলী আবিদ। ভার্চুয়াল স্মরণসভা পরিচালনা করেন যুব ইউনিয়ন যুক্তরাজ্যের সভাপতি ইফতেখারুল হক পপলু। স্মরণসভার শুরুতেই সূচনা বক্তব্য দেন শ্রীকান্ত সংহতি পরিষদের অন্যতম সংগঠক সাংবাদিক জুয়েল রাজ।

স্বাগত বক্তব্য দেন কমরেড শ্রীকান্ত দাসের সন্তান ও যুক্তরাজ্য যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুশান্ত দাস প্রশান্ত। স্মরণসভার শুরুতে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করেন উদীচী যুক্তরাজ্যের অন্যতম নেতা গণসংগীত শিল্পী গোপাল দাস।

স্মরণসভায় বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, কমিউনিস্ট পার্টি সিলেট জেলার প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমদ,ঐক্য ন্যাপের কেন্দ্রীয় নেতা আব্দুল মোনায়েম নেহরু, লন্ডনের প্রগতিশীল বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাহমুদ এ র‌উফ, সিপিবি যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক নিসার আহমদ, দিরাই কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মিহির রঞ্জন দাস, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক, উদীচীর যুক্তরাজ্যের সভাপতি হারুনুর রশিদ, তাজপুর ডিগ্রী কলেজের অধ্যাপক প্রাণকান্ত দাস, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি অনাদি তালুকদার, উদীচী শাল্লা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সিপিবি সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এনাম আহমদ, সিপিবির যুক্তরাজ্যের সহসাধারণ সম্পাদক শাহরিয়ার বিন আলী, সাংস্কৃতিক সংগঠক সৈয়দা নাজনীন সুলতানা শিখা, ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. জহিরুল হক শাকিল, লেবার পার্টি নি‌উহ্যাম কাউন্সিলের ওয়াল এন্ড ওয়ার্ড সভাপতি স্বরূপ শ্যাম চৌধুরী, সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্যোক্তা জুবের আক্তার সোহেল, সিলেটের গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, পণ্ডিত রামকানাই দাশের কন্যা কাবেরি দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার প্রাক্তন সহ-সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন, উদীচী সুনামগঞ্জের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের প্রাক্তন নেতা এবং ভবতোষ চৌধুরী স্মৃতি পরিষদের অন্যতম উদ্যোক্তা গুরুপ্রসাদ হোম চৌধুরী দেবাশীষ প্রমুখ। ভার্চুয়াল স্মরণ সভাকে সফল করে তোলার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন তাদের সকলের প্রতি আয়োজন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.