Sylhet Today 24 PRINT

বাংলাদেশিদের তথ্য জানতে দূতাবাসে হটলাইন

প্যারিসে সন্ত্রাসী হামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৫

প্যারিসে বর্বরোচিত হামলার পর দেশটিতে থাকা বাংলাদেশিদের সম্পর্কে তথ্য জানতে বা জানাতে হটলাইন চালু করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস।

হটলাইন নম্বরটি হলো +৩৩১৪৬৫১৯০৩৩।

এছাড়া, এ হামলায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি বলেও দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্যারিসে হামলায় কোনো বাংলাদেশির হতাহতের ঘটনা ঘটেনি। আর সেখানে থাকা স্বজনদের সম্পর্কে তথ্য জানতে বা জানাতে উপর্যুক্ত হটলাইনে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশিরা।

এছাড়া, যোগাযোগ করা যাবে প্যারিসে বাংলাদেশি কমিউনিটির দু’জনের মোবাইল নম্বরেও। এ দু’টি নম্বর হলো +৩৩৬৫১৩৬০২২২ (পিএম রেজা) ও +৩৩৬১৪৪৯৭০৯৫ (ওয়াহিদ ভার তাহের)।

উল্লেখ্য, শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হল ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা।

একযোগে চালানো এসব হামলায় নিহত হন অন্তত ১৫৩ জন। আহত হন প্রায় শতাধিক লোক।

হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.