Sylhet Today 24 PRINT

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধন

জুয়েলরাজ, যুক্তরাজ্য |  ১৯ নভেম্বর, ২০১৫

বাংলাদেশে প্রতিনিয়ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, মূর্তি,মন্দির, বৌদ্ধ্ব বিহার ভাঙচুর, অগ্নিসংযোগ, সর্বশেষ ফেনীতে তুলসী রানীর উপর বর্বরতম নির্যাতনের প্রতিবাদে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে, হিউম্যান রাইটস এলায়েন্স, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ইউরোপ,  সিপিআরএমবি,  লোকনাথ ভক্ত ঐক্য পরিষদ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে যোগ দেন।

ব্রিটেনের প্রবীন রাজনীতিক, অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার নেতা লর্ড এরিক এভিবারি মানববন্ধনের সাথে সহমর্মিতা প্রকাশ করেন।

লর্ড এভিবারি তাঁর বক্তব্যে বলেন, গতকাল ও পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধ্বে তাঁর বক্তব্য রেখেছেন। সন্ত্রাসবাদ আজ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে সরকার ব্যার্থ হয়েছে। আমি আপনাদের প্রতি সহমর্মিতা জানাই।

মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ্বের পক্ষের সরকার ক্ষমতায় থাকার পর বারবার এমন ঘটনা আমাদের ব্যাথিত করে।ব্রিটেনের পার্লামেন্টের সামনে এইভাবে দাড়িয়ে নিজের মাতৃভূমির অবিচার অনিয়মের কথা বলা আমাদের অন্তরকে পীড়িত করে। তবুও আমরা এসে আবেদন জানাই বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার্থে যেন ব্রিটিশ সরকার থেকে বাংলাদেশকে চাপ দেয়।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিপিআরএমবির মিহির কে সরকার, স্বপন মুজুমদার, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের প্রেসিডেন্ট পুষ্পিতা গুপ্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ইউরোপ এর সমির দাস, সাংস্কৃতিক কর্মী ও জাসদ নেতা মুজিবুল হক মণি, ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত, সাংবাদিক উজ্জ্বল দাস, জুয়েল রাজ, কবি উদয় শংকর দূর্জয়, তপন সাহা, অজন্তা দেব,তানভির আহমেদ,  দ্বিগবিজয় শুভ সহ অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.