Sylhet Today 24 PRINT

বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা শিখিল করছে ইতালি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২১

বাংলাদেশিদের জন্য ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালি। মঙ্গলবার গভীর রাত থেকে তা কার্যকর হবে বলে রোমের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ‘ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সে ২৮ আগস্ট, ২০২১ ইতালিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন, যা ইতালির সময় ৩১ আগস্ট ২০২১ (মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে) কার্যকর হবে।’

দীর্ঘ চার মাস পর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের অনুমতি দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইতালিগামী যাত্রীদের অবশ্যই কিছু শর্ত মানতে হবে। ভ্রমণের আগে তাদের অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরম পূরণ করতে হবে।

বিমান, জাহাজ, ট্রেন, বাস বা অন্য কোনো পরিবহনের যাত্রীদের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের কনটাক্ট ট্রেসিংয়ের জন্য বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ প্যাসেঞ্জার লোকেটার ফরম (পিএলএফ) পূরণের নির্দেশ দিয়ে থাকে।

ইতালিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে যাত্রীকে অবশ্যই করোনার পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ইতালি বিমানবন্দরে পৌঁছানোর পর আবার করোনা পরীক্ষা করাতে হবে।

যাত্রীকে ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরমের উল্লিখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ১০ দিন কোয়ারেন্টিনে থাকার পর আবার করোনা পরীক্ষা করাতে হবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে ছুটিতে দেশে এসে আটকে পড়া ইতালিপ্রবাসীরা তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে বিভিন্ন সময় মানববন্ধন করেন। তারা ফ্লাইট চালু, বৈধ অভিবাসীদের বসবাসের অনুমতির মেয়াদ বাড়ানো ও সহজ শর্তে রি-এন্ট্রি ভিসা দেয়ার দাবি জানিয়ে আসছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.