Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২২

দক্ষিণ আফ্রিকার নদার্ণ কেপ প্রদেশের আফিংটন এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আকবর হোসেন নামে একজন বাংলাদেশী। বৃহস্পতিবার সকালে এই  দুর্ঘটনা ঘটে।    

সড়ক দুর্ঘটনায় নিহত আকবর হোসেন সিলেটের বাসিন্দা ও নগরীর কুশিঘাট এলাকার আলাওর রহমানের ছেলে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাংবাদিক এহসান মাহমুদ হাসান জানান, দোকানের মালামাল ক্রয় করে আসার পথে দুর্ঘটনায় পতিত হন আকবর এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় ২১ বছর ধরে তিনি সেখানে বসবাস করে আসছিলেন। আকবর স্ত্রী ও ৫ বছর বয়সী এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা স্থানীয় মসজিদে জানাযার পর লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
ওয়াহিদ ভিউ (পঞ্চম তলা), পূর্ব জিন্দাবাজার,
সিলেট-৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.