Sylhet Today 24 PRINT

বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনাম ইয়েমেনে অপহৃত

প্রবাস ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২২

ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের জন্য আল-কায়েদার জঙ্গিদের দায়ী করছেন ইয়েমেনের কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার কাজ শেষে এডেনে ফেরার পথে আবিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। অপহৃত পাঁচজনের মধ্যে চারজনই ইয়েমেনি, বাকি একজন বাংলাদেশের নাগরিক।

অপহৃত ওই বাংলাদেশি নাগরিকের নাম সুফিউল আনাম। সাবেক এই সেনা কর্মকর্তা ২০ বছর ধরে জাতিসংঘে কাজ করছেন।

সুফিউলের অপহরণের খবরটি নিশ্চিত করেছেন জাতিসংঘে কর্মরত বাংলাদেশের আরেক কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

অপহরণের পর তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অপহরণকারীরা অপহৃত পাঁচজনের জন্য মুক্তিপণ এবং কারাবন্দি কয়েকজন জঙ্গির মুক্তি চেয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। তখন থেকে রাজধানী সানা এবং দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ অংশই নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা। এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এই যুদ্ধকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট আখ্যা দিয়েছে জাতিসংঘ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.