Sylhet Today 24 PRINT

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদর নিহত

প্রবাস ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই কিশোর সহোদর নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ কিশোর। ওমানের রাজধানী মাস্কাট থেকে ২০০ কিলোমিটার দূরে সেনাও শহরে গত সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছেন জারা (১৪) ও আদিব (১২)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়। তাদের মা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. তানিয়া সিনাও হাসপাতালে কর্মরত।

মায়ের কর্মস্থলের সূত্রে তারা ওমানে থাকতেন। তাদের বাবা নাহিদুল ইসলাম তুহিন বাংলাদেশে থাকেন।

বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি সংগঠকরা জানান, সিনাওয়ের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শেখ জসিমের ছেলে জিহাদ (১৪) পরিবারের অগোচরে বাবার গাড়ির চাবি নিয়ে রাত আনুমানিক ৩টার দিকে ঘুরতে বের হন।

এ সময় সে জারা, আদিব এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মো. করিমের ছেলে আতিককে সঙ্গে নেয়। তবে তাদের কারও ড্রাইভিং লাইসেন্স ছিল না।

জারা ও আদিব মায়ের হাসপাতালে রাতের শিফটে ডিউটিতে থাকার সুযোগে বন্ধুদের সঙ্গে বের হন।

ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন জিহাদ। একপর্যায়ে সিনাও শহরের আদম রোডে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হয় গাড়ির পেছনে থাকা ২ ভাই জারা ও আদিব। গুরুতর আহত হয় চালকের আসনে থাকা জিহাদ ও তার পাশের আসনে থাকা আতিক।

জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় মাস্কাটের খৌলা হাসপাতালে এবং আতিককে সিনাওয়ের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সবাই বাংলাদেশ স্কুল সিনাওয়ের শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.