Sylhet Today 24 PRINT

পোলান্ড থেকে দেশে ফিরতে আগ্রহীদের তথ্য চেয়েছে দূতাবাস

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করা বাংলাদেশিদের দেশে ফেরার ব্যবস্থা করেছে সরকার। দেশে ফিরতে আগ্রহীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) এক জরুরি বার্তায় পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

জরুরি বার্তায় বলা হয়, ইউক্রেন থেকে আসা এবং বর্তমানে পোল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে ইতোমধ্যে বাংলাদেশ সরকার ব্যবস্থা গ্রহণ করেছে।

এজন্য দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং পূর্ণ ঠিকানাসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তৌহিদ ইমামের +49 1577 8676376 এই নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা [email protected] ইমেইলে দ্রুত পাঠানোর অনুরোধ জানিয়েছে দূতাবাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.