Sylhet Today 24 PRINT

কলকাতায় বাংলাদেশের ‘বিজয় উৎসব’ মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৫

মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী 'বাংলাদেশ বিজয় উৎসব'। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অভিতি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে উৎসবটি নেতাজি সুভাস চন্দ্র বসু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে। অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিল্পমন্ত্রী।

উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্কসহ বিভিন্ন ধরনের শাড়ি, পাট ও পাটজাত দ্রব্য এবং কারু ও হস্তশিল্পসহ অন্যান্য পণ্য প্রদর্শন করা হবে। মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্রও প্রদর্শন করার কথা রয়েছে এতে।

উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ উপস্থিত থাকবেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.