Sylhet Today 24 PRINT

ইংল্যান্ড দলে সিলেটের রবিন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০২২

বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। ম্যাচের প্রথম দিনে ৩৮তম ওভারে ফিল্ডিং করতে নামেন নাম, নম্বরহীন এক তরুণ। যার নাম ‘রবিন জেমস দাস’।

অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমে ফিল্ডিং করেন চার বল। রবিন অতিরিক্ত তালিকাতেও ছিলেন না ইংল্যান্ড দলের। তবে দুই অতিরিক্ত খেলোয়াড় হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন ফিল্ডার হিসেবে থাকাকালীন স্টুয়ার্ট ব্রডকেও যেতে হয় মাঠের বাইরে। আর এই সময়টাতে আপৎকালীন ফিল্ডার হিসেবে মাঠে নামতে হয় রবিন দাসকে।

রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে হলেও বাবা মৃদুল দাস বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন পড়ালেখা করেন ব্রেন্টউড স্কুলে। খেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে। অবশ্য এসেক্সের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবিন।

রবিনের বড় ভাই জোনাথন জয় দাস খেলেন এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.