Sylhet Today 24 PRINT

কানাডার প্রাদেশিক নির্বাচনে ২য় বার নির্বাচিত মৌলভীবাজারের ডলি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২২

টানা দ্বিতীয়বার কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের সংসদ সদস্য (এমপিপি) হলেন বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিবিদ ডলি বেগম।

বাংলাদেশি অধ্যুষিত অন্টারিও অঙ্গরাজ্যের টরন্টো শহরের স্কারবোরো সাউথ ওয়েস্ট নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটের ব্যবধানে ডলি বেগম আবারও এমপিপি নির্বাচিত হয়েছেন।

বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন তিনি। নাম লেখালেন টানা দুই মেয়াদে এমপিপি নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিবিদ হিসেবেও।

নিউ ডেমোক্র্যাটিক দলের হয়ে ডলি বেগমের প্রাপ্ত ভোট ১৫ হাজার ৯৫৪ বা ৪৭ দশমিক ১ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী ব্রেট স্নিদার পেয়েছেন ৯ হাজার ৪৩৬ ভোট।  

জানা যায়, বাংলাদেশের মৌলভীবাজারের মেয়ে ডলি ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে কানাডায় পাড়ি জমান। ২০১৫ সালে টরন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসনে স্নাতকোত্তর পাস করেন।  

সিটি অব টরন্টোতেও কর্মরত ছিলেন ডলি বেগম। ২০১৮ সালের ৭ জুনের নির্বাচনে তিনি ১৯ হাজার ৭৫১ ভোট পেয়ে প্রথমবারের মতো প্রাদেশিক সাংসদ নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.