Sylhet Today 24 PRINT

কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসে বাংলাদেশ নির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২২

কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৬ আগস্ট) যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২২-২০২৪ মেয়াদে বাংলাদেশ এ দায়িত্ব পালন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি ষোলো সদস্য নিয়ে গঠিত। যার মধ্যে আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি আটটি চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়। এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।

এ কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী এবং প্রশাসন সম্পর্কিত সব বিষয় তদারকির দায়িত্ব পালন করে। কমিটি কমনওয়েলথের জন্য নীতিগত সুপারিশও করে।

এছাড়া বাংলাদেশ ২০২২-২৩ মেয়াদের জন্য কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যও নির্বাচিত হয়েছে। আট সদস্য নিয়ে গঠিত এ কমিটি কমনওয়েলথ সচিবালয়ের কার্যনির্বাহী কমিটির একটি উপ-কমিটি হিসেবে কাজ করে। এ কমিটির অন্য সদস্য রাষ্ট্রগুলো হলো- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ঘানা, গ্রানাডা এবং ফিজি।

উভয় কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এবং কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সদস্য সাইদা মুনা তাসনিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.