Sylhet Today 24 PRINT

একাত্তরের জেনোসাইডের জাতিসংঘের স্বীকৃতির দাবিতে লন্ডনে সমাবেশ

জুয়েল রাজ, লন্ডন |  ০৩ অক্টোবর, ২০২২

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর জেনোসাইডের জাতিসংঘের স্বীকৃতির দাবিতে লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) বিকেল চারটায় লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের জাতিসংঘের স্বীকৃতির দাবিতে ‘আমরা একাত্তর’ যুক্তরাজ্যের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান এবং সভা পরিচালনা করেন আমরা একাত্তর যুক্তরাজ্যের সংগঠক সত্যব্রত দাস স্বপন।

সভায় ৩ অক্টোবর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভায় ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত জেনোসাইড নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। ইতিহাসের ঘৃণ্যতম এই জে্নোসাইডকে জাতিসংঘের স্বীকৃতি প্রদানের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানানো হয় এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায়ে সোচ্চার হবার জন্য আহবান জানানো হয়।

সভায় সূচনা বক্তব্য দেন সাংবাদিক নীলুফা হাসান। এছাড়াও অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, কবি শামীম আজাদ, কাউন্সিলার ইমরান চৌধুরী, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা, মুক্তিযোদ্ধা শাহ্‌ এনাম, কমিউনিটি নেতা জামাল খান, নারীনেত্রী সৈয়দা সুলতানা শিখা, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশীদ, যুক্তরাজ্য ন্যাপ সভাপতি আব্দুল আজিজ, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, কমিউনিটি নেতা হবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবাদুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, কমিউনিটি নেতা আলতাফুর রহমান, কাউন্সিলার সায়মা বুলবুল রিকি প্রমুখ।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক হামিদ মোহাম্মদ, সাংবাদিক জুয়েল রাজ, বিবিসি’র সাবেক সাংবাদিক উদয় শঙ্কর দাস, কমিউনিটি নেতা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম, সাহিত্যিক ময়নুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা মাশুক ইবনে আনিস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহাব আহমদ বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নেতা হামিদুল ইসলাম, সংস্কৃতিকর্মী স্মৃতি আজাদ, সাংবাদিক বুলবুল হাসান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.