Sylhet Today 24 PRINT

কলকাতায় আটক বাংলাদেশি কারা হেফাজতে

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৫

কলকাতার সল্টলেক থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

মামলার পর বুধবার বিধাননগর মহকুমা আদালতে জহিরুলকে হাজির করা হয়। আদালত তাকে ১৪ দিনের কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

সল্টলেক সেক্টর ফাইভে টেকনো ইন্ডিয়া কলেজের সামনে মঙ্গলবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি। এতে সন্দেহ হলে দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তার পরিচয় জানতে চায়।

প্রথমে তিনি নিজেকে স্থানীয় বাসিন্দা বলে পরিচয় দেন। তবে তিনি তার পরিচয়পত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে পুলিশ। এর পর তাকে জেরা করে জানা যায়, তার নাম জহিরুল ইসলাম; বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। কিন্তু এদেশে আসার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

কীভাবে ও কেন সে এদেশে এসেছেন এবং কেন রাতে ঘোরাঘুরি করছিলেন তাও বলেননি স্পষ্ট করে। এর পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.