Sylhet Today 24 PRINT

লন্ডনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে মাতৃভাষা পথ-উৎসব

জুয়েল রাজ, লন্ডন |  ০১ মার্চ, ২০২৩

ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈচিত্র্যপূর্ণ পথউৎসব।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ইলফোর্ড টাউন সেন্টারে আয়োজিত উন্মুক্ত এই উৎসবে পথচারীসহ রেডব্রিজের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণিপেশা ও বয়সের মানুষ জড়ো হন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর জয়ারঞ্জন, বিএসকে ইউকের চেয়ার এস এম জাকির হোসেন, ইলফোর্ড টাউন ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দা সায়মা আহমেদসহ বারার স্থানীয় কাউন্সিলর ও অধিবাসীগণ।

রেডব্রিজ মেয়র তার বক্তৃতায় বলেন, বহুভাষা ও নানা জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য ব্রিটেনকে সমৃদ্ধ করেছে। কাজেই সাংস্কৃতিক চেতনার উন্মেষ ও বিকাশে মাতৃভাষার চর্চা খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বাংলা, ইংরেজি, হিন্দি, টার্কিশ, তামিল, ফরাসিসহ বিভিন্ন ভাষায় গান পরিবেশন করেন উৎসবে অংশ নেওয়া বিভিন্ন জাতি ও বর্ণের মানুষ।

দিনব্যাপী এই উৎসবে শিশু-কিশোররা বড়ো ক্যানভাসে নিজেদের ভাষায় বর্ণমালা সাজিয়ে এবং ছবি এঁকে মাতৃভাষার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.