Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের মোহাম্মদ হোসেন ব্রিটেনে বার্জেস হিলের কাউন্সিলর নির্বাচিত

জুয়েল রাজ, লন্ডন |  ১০ মে, ২০২৩

বার্জেস হিল টাউন কাউন্সিল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লেখক মোহাম্মদ হোসেন।

তিনি ৪ মে স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

মোহাম্মদ হোসেনের প্রাপ্ত ভোট ৭০৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার দলীয় কনজারভেটিভ পার্টির প্রার্থী পেয়েছেন ৩৫৮ ভোট।

মোহাম্মদ হোসেন মূলত লেখক হিসাবে বাংলাদেশ ও বিলেতে সমাদৃত। তার ১৬টি বই প্রকাশিত হয়েছে।

মোহাম্মদ হোসেনের জন্ম সুনামগঞ্জ শহরতলীর বুরিস্থল গ্রামে। বেড়ে উঠা সুনামগঞ্জ শহরে। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি কলেজ হয়ে চট্টগ্রাম কমার্স কলেজে থেকে পড়াশুনা শেষ করে তিনি চাকুরি জীবনে প্রবেশ করেন। ছাত্রজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

লেখালেখির পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে যুক্ত আছেন তিনি। তার অন্যতম সেরা উদ্যোগ সুদখোরের দৌরাত্ম্য থেকে সাধারণ ও গরিব মানুষকে রক্ষা করতে তিনি সুদ ও ফিবিহীন ঋণ কার্যক্রম ‘যা নিবা, তা দিবা’।

১৯৯৯ সালে ব্রিটেনে স্থায়ীভাবে পাড়ি জমান মোহাম্মদ হোসেন। নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি ব্রিটিশ রাজনীতিতে যুক্ত রয়েছেন।

মোহাম্মদ হোসেন বলেন, দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সাথে যুক্ত থাকায় স্থানীয় মানুষদের ভালোবাসা পেয়েছি। আমি তাদের জন্য কাজ করে যাবো নিয়মিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.