Sylhet Today 24 PRINT

নাশকতার প্রতিবাদে লন্ডনের আলতাব আলী পার্কে সর্বদলীয় সমাবেশ(ভিডিও)

দেশ ব্যাপী পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা ও অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে লন্ডনের বাঙালি কমিউনিটির সকল আন্দোলন সংগ্রামের মঞ্চ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সোমবার লন্ডন সময় বেলা ২টায় অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল |

অসীম চক্রবর্তী, লন্ডন  |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৫

দেশ ব্যাপী পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা ও অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে লন্ডনের বাঙালি কমিউনিটির সকল আন্দোলন সংগ্রামের মঞ্চ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সোমবার লন্ডন সময় বেলা ২টায় অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল |

বাংলাদেশে বিএনপি-জামায়াতের পেট্রোল বোমা হামলা ও  সন্ত্রাসের বিরুদ্ধে পূর্ব লন্ডনের আলতাব আলি পার্কে অনুস্টিত হলো সর্বদলীয় এই প্রতিবাদ সমাবেশ ও মিছিল ৷ সপ্তাহের প্রথম কর্মদিবসেও ১৪দল সহ বিভিন্ন দল ও শ্রেনী পেশার মানুষের সরব উপস্থিতি জানান দিয়ে গেল দেশে চলমান পেট্রোল বোমা ও অবরোধের নামে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রবাসী জনমত ৷ সমাবেশে সর্বদলীয় বক্তারা তারেক রহমানকে নাশকতা ও পেট্রোল বোমার পৃষ্টপোষক হিসাবে আখ্যা দিয়ে বলেন , "১৯৭১ সালে জামায়াত পাক বাহিনীর ছত্রছায়ায় থেকে খুন ধর্ষন সংগঠিত করেছিল আর ২০১৫ সালে বিএনপির সক্রিয় সহযোগীতায় পেট্রল বোমা দিয়ে মারছে দেশের সাধারন মানুষদের ৷"  সমাবেশ থেকে তারেক রহমান ও যুদ্ধাপরাধী চৌধুরী মঈনউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বৃটিশ সরকারের প্রতি আবারও আহবান করেন তারা । প্রতিবাদ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়  ৷

অল পার্টি এলায়েন্স এগেইনেস্ট টেররিজম এন্ড ভায়োলেন্স ইন বাংলাদেশ" এর মুখপাত্র এবং যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সিলেটটুডে২৪ডটকমকে  বলেন '১৯৬৬ সালে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষে লন্ডন সিটিতে সর্বশেষ এমন সর্বদলীয় সমাবেশ হয়েছিল ' । আজ জাতীয় ক্রান্তিকালে আবারও সর্বদলীয় সমাবেশের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশ নিয়ে নাশকতা, নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তোলে ধরেন । প্রবাসে বসবাস করলে তারা সকলেই দেশের বিরাজমান পরিস্থিতিতে গভীর উদ্বিগ্ন বলে জানান ।

সমাবেশে আরও  উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্য জাসদ এর  সাধারণ সম্পাদক মজিবুল হক মনি , ওয়াকার্স পার্টি ইউকের ইশাক কাজল, কমিউনিষ্ট পার্টী ইউকের সাধারন সম্পাদক সৈয়দ ইনাম, বামনেতা ডক্টর মুকুল, বাসদ ইউকের আহবায়ক শাহ কয়েছ আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত , যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি আহমেদ তামিম । এছাড়াও ন্যাপ ইউকে, উদীচী ইউকে , বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে,  নিরাপদ সড়ক চাই ইউকে,  বন্ধন ইউকে, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ ইউকের নেতাকর্মী ও সমর্থকরা এই সমাবেশে উপস্থিত ছিলেন । 






টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.