সিলেটটুডে ডেস্ক | ০৫ জুন, ২০২৩
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের আবুল খায়ের চৌধুরী প্যারিসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত ২৩ মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। ২৬ মে বোয়াসি রেল স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ফুঁসে উঠছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
গতকাল রোববার (৪ জুন) প্যারিসের কুটুমবাড়ি হলরুমে সিলেট যুব ফোরামের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুজ্জামানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক ও কোষাধ্যক্ষ আশরাফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, প্রধান বক্তার বক্তব্য দেন মানবাধিকার নেতা মাহবুবুল হক কয়েছ।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, সাংবাদিক অধ্যাপক অপু আলম, আরটিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, সমাজসেবক বিলাল আহমদ, লুদুভিক বাংলা বিভাগের প্রধান এম আলী চৌধুরী, এটিএন বাংলা (ইউকে) ফ্রান্স প্রতিনিধি তাজ উদদীন, সুফিয়ান বিন এনাম, সংগঠনের উপদেষ্টা রিপন আহমদ।
শুরুতে পবিত্র পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন সিলেট নিউজ ওয়ার্ল্ড ফ্রান্স প্রতিনিধি ময়নুল হক। পরে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আলী হোসেন, রুহান আহমদ, হাসিব আহমদ, মাসুম আহমদ, শামীম আলম, জাবেদ মিয়া, সালেহ আহমদ, রুবেল হোসেন, অলি আহমদ, সাইদুল ইসলাম।
উল্লেখ্য, ফ্রান্স প্রবাসী সোহেল রানা হত্যাকাণ্ডের একবছরের মাথায় বাংলাদেশি আবুল খায়ের চৌধুরীর হত্যাকাণ্ড সংগঠিত হয়। এ ঘটনায় সিলেট যুব ফোরাম পক্ষ থেকে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরআগে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের করণীয় নিয়ে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সালেহ আহমদ ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন নিউজ২৪ এর ফ্রান্স প্রতিনিধ ফেরদৌস করিম আকঞ্জি, বাংলা টেলিগ্রাম এর সম্পাদক শাহ সোহেল আহমদ, এনটিভি (ইউকে) ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম, প্রতিদিনের বাংলাদেশ এর ফ্রান্স প্রতিনিধি আহমদ সাবুল।
মতবিনিময় সভায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফ্রান্স সরকারের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চৌধুরী আবুল খায়েরের লাশ এখন পর্যন্ত ফ্রান্সের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে প্রেরণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।