Sylhet Today 24 PRINT

রিয়াদে বাংলাদেশি গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৬

সৌদি আরবের রিয়াদে এক বাংলাদেশি গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের নাম আকলিমা আক্তার (৩৬)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড়ের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মজিবুর হকের । স্বামীর নাম বশির আহমেদ। আকলিমার পাসপোর্ট নম্বর অউ ৪৯৮৭২১০।

মঙ্গলবার (১১ জানুয়ারি) গৃহকর্তার পক্ষ থেকে দূতাবাসে আকলিমার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ চাওয়া হয়। গৃহকর্তা জানিয়েছে গত ২৮ ডিসেম্বর আকলিমার মৃত্যু হয়।

বিষয়টি সম্পর্কে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম জানিয়েছেন, রিয়াদের নিশান খুজাইম আল-সাহলী নামের এক ব্যক্তির বাসায় তিনি কাজ করতেন। গৃহকর্তার দাবি আকলিমা আত্মহত্যা করেছে। তার মৃতদেহ বর্তমানে রিয়াদের ‘তাদিক জেনারেল হাসপাতাল মর্গে’ আছে।

শ্রম কাউন্সিলর জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান করার জন্য স্থানীয় থানায় পুলিশ রিপোর্ট চাওয়া হয়েছে এবং সৌদি শ্রম-মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।

দূতাবাস সূত্র জানিয়েছে, আকলিমাকে বাংলাদেশের হিমেল এয়ার সার্ভিস রিক্রুটমেন্টের মাধ্যমে সৌদি আরবের দলিল আল-আলাম রিক্রুটমেন্ট-এর মাধ্যমে রিয়াদে গৃহকর্মী হিসেবে কাজ করতে এসেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.