Sylhet Today 24 PRINT

ফ্রান্সে কেনাকাটার ডিজিটাল প্লাটফর্ম ই-বাণিজ্য\'র উদ্বোধন

শাবুল আহমেদ, প্যারিস |  ১৩ নভেম্বর, ২০২৩

ফ্রান্সে অনলাইন ভিত্তিক কেনাকাটার ডিজিটাল প্লাটফর্ম ই-বাণিজ্য'র শুভ উদ্বোধন হয়েছে।

দুইজন তরুণ উদ্যোক্তা মো. মিল্টন এবং জাফরুল হাসান চালু করলেন "ই-বাণিজ্য" নামে অনলাইন ভিত্তিক কেনাকাটার এই ডিজিটাল প্লাটফর্ম।

রোববার (১২ নভেম্বর) রাজধানী প্যারিসের একটি অভিজাত রেষ্টুরেন্টে কেক কেটে এই "ই-বাণিজ্যের" শুভ উদ্বোধন করা হয়।

বাংলাদেশের বিখ্যাত সব ব্রান্ডসহ বিশ্বের সকল নামিদামি ব্র্যান্ডের কালেকশন পাওয়া যাবে এই "ই-বাণিজ্যে"।

হাসনাত মোজাহিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মিল্টন, এম ডি জাফরুল হাসান, উপদেষ্টা সাইফুর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য দেন লুলু আহমেদ, আশরাফুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, জাবেদ আহমেদ, আজমির আমান, মো. রকিব, মো. জুনায়েদ, মো. আজাদ, মো. হাসান, তাহসান হাসান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.