Sylhet Today 24 PRINT

ফ্রান্সে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠিত

শাবুল আহমেদ, প্যারিস |  ১৪ নভেম্বর, ২০২৩

ফ্রান্সে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়েছে।

জয় শ্রীরাম প্যারিস ফ্রান্সের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই পূজা উদযাপন করা হয়।

বাংলাদেশি সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত পূজামণ্ডপ। নাচে গানে আনন্দ উল্লাসে মেতে ছিলেন সবাই।

দুপুর বারোটা থেকে শুরু হয় পূজা। সন্ধ্যায় প্রদীপে আলোক সজ্জায় পুরা পূজা মণ্ডপে আলোকিত হয়ে ওঠে। দীপাবলির অন্যতম অনুষঙ্গ হিসেবে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করা হয়।

পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পলাশ দাস, প্রশান্ত সরকার, সঞ্জয় বিশ্বাস ও বিনয় শীল, পলাশ মণ্ডল, প্রবীর শীল, উত্তম বাড়ৈ, অচিন্ত্য, রিপন দাস, পথিক পলাশ, সুজন শীল, উপদেষ্টা মণ্ডল, জিতেন সূত্রধর, শ্যামল শীল, দীপঙ্কর বাগচী ও সুশান্ত সরকার প্রমুখ।

অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি ছিলেন অজয় দাস, সুফল অধিকারী, শ্যামল দাস, খোকন ঘোষ, বাদল দেবনাথ, সসীম দাস, শুভদাস, সমীর শীল, অজয় দাস, সুমা দাস সাথী মজুমদার, মিতালী দেবনাথ প্রমুখ।

সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রাসাদ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.