Sylhet Today 24 PRINT

এই বাংলাদেশিকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০২৪

রুহেল চৌধুরী নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবককে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।

নিউ ইয়র্কের কুইন্সের হোলিস, কুইন্স ভিলেজ ও জ্যামাইকা অঞ্চলে রুহেলের বিচরণ রয়েছে বলে জানিয়েছে এফবিআই।

নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলা ব্রুকলিনের আদালতে রুহেলকে অভিযুক্ত করা হয়। দুটি অপহরণ এবং অপহরণের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর ২০২৪ সালের ৯ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এফবিআই।

রুহেল চৌধুরী ২০২৩ সালের ২৭ মার্চ ও ১১ মে নিউ ইয়র্কের কুইন্সে দুটি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।

তিনি এবং অন্যরা ভুক্তভোগীদের রাস্তা থেকে অপহরণ করে ছিনতাই, নির্যাতন এবং তাদেরকে মাদক সেবন করিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। একজন ভুক্তভোগীকে মুক্তিপণের জন্য আটক করা হয়েছিল এবং তাকে যৌন নির্যাতন করা হয়েছিল।

অপহরণের সময় রুহেল ভুক্তভোগীদের আটক করে কুইন্সের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত গাড়ি সরবরাহ এমনকি নিজে গাড়ি চালিয়ে নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.