Sylhet Today 24 PRINT

আমিরাতে হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের ইফতার

লুৎফুর রহমান, সংযুক্ত আরব আমিরাত |  ০৮ এপ্রিল, ২০২৪

পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম হবিগঞ্জ জেলায় অবস্থিত যার নাম বানিয়াচং গ্রাম। এই গ্রামে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় কমলারাণীর সাগরদিঘী অবস্থিত। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলাকে ভাটি অঞ্চলের রাজধানী বলা হয়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলনে হবিগঞ্জের মানুষের অগ্রণী ভূমিকা ছিল। আমিরাতে হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের ইফতারপূর্বক আলোচনায় এ কথা বলেছেন বক্তারা।

শনিবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আশিক মিয়া সিআইপি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা জনাব শেখ লুৎফুর রহমান।

ইফতারের পূর্বে রমজানের মহত্ব নিয়ে বক্তব্য ও দোয়া পরিচালনা করেন আল্লামা শেখ আহমেদ সাহেব শায়খুল হাদিস আল জামিয়াতুল দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ কামরুল ও যুগ্ম সাধারণ সম্পাদক একলাসুর রহমান শান্ত এর যৌথ পরিচালনায় অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য প্রকৌশলী শেখ মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শেখ মহিবুর রহমান।

আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য দেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি গীতিকবি আজাদ লালন, হাবিবুর রহমান চুনু, প্রকৌশলী ছালাউদ্দিন, হাজী শরাফত আলী, ছালেহ আহমেদ সিআইপি, হাজী মোহাম্মদ আব্দুল লতিফ, নবাব সিরাজুল ইসলাম, হাজী শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, মোহাম্মদ হানিফ, হাজী আব্বাস উদ্দিন, মোহাম্মদ আউয়াল, বচন মিয়া তালুকাদার, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মামুন, মোহাম্মদ জাহাংগীর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.