Sylhet Today 24 PRINT

প্রজাতন্ত্র দিবসে ফকির লালনকে স্মরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৬

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফকির লালন শাহ'কে স্মরণ করে ট্যাবলো নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ। 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) কলাকাতায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবসে লালন কে স্মরণ করা হয়।  

দিবস উপলক্ষে প্রতিটি রাজ্যের তরফে দিল্লির রাজ পথে ট্যাবলো প্রদর্শন করা হয়। এই বছর পশ্চিমবঙ্গের ট্যাবলোতে তুলে ধরা হয় বাউল সংস্কৃতির বিভিন্ন দিক।

লালন ফকির এবং বাউলদের উপর নির্মিত এই ট্যাবলো ঘিরে ছিল বাউলদের বিভিন্ন যন্ত্র এবং সঙ্গীতের বিভিন্ন অংশ। এসব ট্যাবলোতে লালন ফকিরের লেখা বিখ্যাত সব গান বাজানো হচ্ছে। 

এই বছর প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেন ফ্রান্সের সেনা সদস্য। এছাড়া ২৬ বছর পর কুচকাওয়াজে অংশ নেয় সেনাবাহিনীর ‘ডগ স্কোয়াড’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.