Sylhet Today 24 PRINT

লন্ডনে ডিম-হামলার শিকার উপদেষ্টা মাহফুজের গাড়ি

যুক্তরাজ্য প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাজ্যে লন্ডনপ্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়া উপদেষ্টা মাহফুজ আলমকে বেরিয়ে যাওয়া মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা গাড়ির পথরোধ করে এবং গাড়িতে ডিম নিক্ষেপ করে। এ-সময় তাকে উদ্দেশ করে দুয়োধ্বনি ও স্লোগান দেওয়া হয়।

লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয় (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ক্যাম্পাসে জুলাই আন্দোলনের ওপর সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন।

লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন প্রবাসী আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন। পুলিশ তাদের সরিয়ে দিয়ে গাড়ির যাওয়ার রাস্তা করে দেয়।

সামাজিক মাধ্যমে লাইভ হওয়া এক ভিডিওতে দেখা যায়, উপদেষ্টা মাহফুজ আললের লন্ডন সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়ে তাকে উদ্দেশ করে দুয়োধ্বনি ও স্লোগান দিতে থাকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মাহফুজ আলমের বহনকারী গাড়ি তাদের অতিক্রম করতে গেলে প্রবাসীদের কয়েকজন সে গাড়ির পথরোধ করে। এতে গড়ি থেমে গেলে মুহূর্মুহু ডিম নিক্ষেপ করা হয়। এ-সময় মাহফুজ আলমকে উদ্দেশ করে নানা দুয়োধ্বনি দিতে শোনা যায়।

বিক্ষোভ কর্মসূচির অন্যতম সংগঠক প্রকৌশলী সুশান্ত দাসগুপ্ত বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিহিংসার রাজনীতির প্রতিবাদ করতে তারা লন্ডনে সমবেত হয়েছিলেন। তাদের উদ্দেশ্য উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে হেনস্তা করা ছিল না; তারা সরকারকে বার্তা দিতে চেয়েছেন যে, প্রতিহিংসার রাজনীতি করে পার পাওয়া যাবে না।

তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ করেছেন তারা লন্ডনে। বাংলাদেশে এই প্রতিবাদ সম্ভব ছিল না বলে লন্ডনে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

এদিকে, ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছেন মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।’

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.