Sylhet Today 24 PRINT

ইতালি থেকে চার বাংলাদেশিকে ‘জোরপূর্বক’ ফেরত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০২৫

ইতালিতে চলমান অবৈধ অভিবাসন রোধ অভিযানের অংশ হিসেবে চারজন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে।

তারা হলেন- মোহাম্মদ তরিকুল ইসলাম, আব্দুল মান্নান খালাসি, মেহেদী মিয়া এবং এমডি সায়েম।

গেলো বৃহস্পতিবার রোম ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে মোট ১৮৪ জন অনিবন্ধিত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে চারজন বাংলাদেশি ছিলেন। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের পর লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা তত্ত্বাবধান করেন।

ইতালির প্রশাসন জানিয়েছে, বৈধ বসবাসের কাগজপত্র না থাকা এবং অভিবাসন আইন লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে প্রত্যাবাসন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সম্প্রতি দেশজুড়ে অবৈধভাবে অবস্থানকারীদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।

ঢাকায় ইতালির দূতাবাসের ফেসবুক পেইজে জানানো হয়েছে, ‘৩১ অক্টোবর ইতালির কর্তৃপক্ষ চারজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে, যাদের ইতালিতে থাকার অনুমতি ছিল না। এর মধ্যে দুজন এক মাস আগে লিবিয়া থেকে ভিসা ছাড়াই প্রবেশ করেছিলেন। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১২০ জনের বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মানবপাচারকারী, দালাল বা ভুয়া ভিসার মাধ্যমে ইতালিতে প্রবেশ অবৈধ এবং এর ফলে তাৎক্ষণিক প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করা হয়।’

তবে রোমে বাংলাদেশ দূতাবাস এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি, জানিয়েছেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। তিনি প্রবাসী বাংলাদেশিদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার এবং ভিসা সংক্রান্ত প্রতারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.