Sylhet Today 24 PRINT

লন্ডনে জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি যুক্তরাজ্যের স্মরণসভা

কামরুল আই রাসেল, লন্ডন |  ০৭ নভেম্বর, ২০২৫

দেশ ছেড়ে সুদূর প্রবাসে কেটে যাচ্ছে বহু বছর, প্রবাসের মাটিতে নানান ব্যস্ততার মাঝেও ভুলতে পারেন না বাল্যকালের বিদ্যাপীঠ বা সেই সকল প্রয়াত শিক্ষকদের, তাই জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি যুক্তরাজ্য উদ্যোগে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হলো প্রয়াত শিক্ষকদের নিয়ে এক স্মৃতিচারণ ও স্মরণসভা।

গত সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ স্মরণসভাটি।

মাস্টার আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক ছাত্র মির্জা জুয়েল আমিনের পরিচালনায় দেশে ও যুক্তরাজ্যে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়েও এক আলোচনা সভা হয়।

সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন কমিউনিটি নেতা মাহবুব হোসেন।

বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক ফুটবলার জুবায়ের আহমদ হামজার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডনের কাউন্সিলর ও ডেপুটি মেয়র মোহাম্মদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র হুমায়ুন কবির, বাংলাদেশ পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবাব মিয়া, সাংবাদিক ডক্টর আনসার আহমেদ উল্লাহ, লেখিকা সাওদা মহিন, ব্যারিস্টার জয়নাল আবেদীন, মাস্টার আমির উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট দিলুল হক দুলাল, সোনালী অতীত ইউ কের সদস্য সচিব আতাউর রহমান চৌধুরী, ডাক্তার গিয়াস উদ্দিন, প্রফেসর সানোয়ার আলী কয়েস, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, কমিউনিটি নেতা শামীম আহমদ তালুকদার, সাবেক ছাত্রনেতা ফিরোজ মিয়া, মাওলানা ওয়াহিদ সিরাজী, মাওলানা তাজুল ইসলাম, নারী নেত্রী হেনা বেগম।

আরও বক্তব্য রাখেন দিলবর আলী, আব্দুস সাত্তার, খালিক আহমদ, জামিল আহমদ, কবির মিয়া, গুলাব মিয়া, জান্নাতুল ইসলাম বাবুল, ইকরামুল হোসেন ইমন, সৈয়দ আলফু মিয়া, সৈয়দ তুষার, আবুল হাসনাতক কয়েস, মো. শামীম আহমেদ, মোহাম্মদ সুমন মিয়া, ফারুক আহমদ, আনোয়ার মিয়া, আব্দুল মতিন কুটি, শামীম আহমদ, আজাদ, মাওলানা ওয়াহিদ সিরাজী প্রমুখ।

উল্লেখ্য আগামী বছরের জানুয়ারিতে দেশে ও যুক্তরাজ্যে শতবর্ষ পূর্তি অনুষ্টান উদযাপন করার লক্ষে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমত পোষণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.