Sylhet Today 24 PRINT

সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্যারিসে মানববন্ধন

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে |  ১২ ফেব্রুয়ারী, ২০১৬

 বাংলাদেশের সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা।

প্যারিস-বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাগর-রুনি হত্যার চার বছর পূর্তি উপলক্ষে প্যারিসের ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিকে  বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল।
 
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ক্লাবের সহসভাপতি শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখঞ্জি, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বাবু, প্রচার সম্পাদক নয়ন মামুন, দোলন মাহমুদ,আলমাস উদ্দীন, হোসাইন আহমদ, জাকির হোসেন, পারুল হোসেন, আবদুস সামাদ, আবদুল করিম, সফিকুল ইসলাম, হোসেইন মোহাম্মদ এমরান, আবদুল করিম, বেলাল আহমদ প্রমুখ।
 
সমাবেশে বক্তারা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন,সরকার ৪৮ ঘণ্টার কথা বলে ৪৮ মাসেও গ্রেফতার করতে পারেনি খুনিদের। দিন যায়, মাস যায়, বছর যায় কিন্তু ৪৮ ঘণ্টা শেষ হয় না। সাংবাদিক হত্যার বিচার এ সরকার করবে না। তাই ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে গণমাধ্যমবিরোধী সরকারকে হটিয়ে সাংবাদিক হত্যার বিচার করতে হবে। বন্ধ গণমাধ্যম খুলতে হবে।

তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। এসময় ফ্রান্সের মূলধারার বিভিন্ন সংবাদপত্র, অনলাইন, রেডিও এবং টেলিভিশনের সাংবাদিকরা মানববন্ধনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.