Sylhet Today 24 PRINT

পর্তুগালের পোর্তে মাতৃভাষা দিবস পালন

ডেস্ক রিপোর্ট |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

পর্তুগালের পোর্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। রোববার বিকেলে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
 
বাংলাদেশ কমিউনিটি পোর্ত আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পর্তুগালে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 
 
পরে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল। সাধারন সম্পাদক মামুন হাজারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পর্তুগাল সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডঃ জোসে লুইস কার্ণেইরো, ডঃ ফেরারা লিদা (সভাপতি বোর্ড অব পার্লামেন্ট), ডঃ তিয়াগো বারবোজা সংসদ সদস্য পর্তুগাল, পোর্তোর স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ডঃ মেনুয়াল গাদাস, ডঃ এন্থনি ফনসেসকা, ডঃ ফনসেসকা কারভেইলো, ডঃ এন্থনি রুই পেস, ডোনা নাতালিয়া।
 
এ সময় অতিথিসহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.