Sylhet Today 24 PRINT

কোপেনহেগেনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ মার্চ, ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী পালন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ।

জন্মবার্ষিকী উপলক্ষে ডেনমার্কের কোপেনহেগেনের এক হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন বলেন, বঙ্গবন্ধুর বিশাল কর্মযজ্ঞ  সল্পপরিসরে বলে শেষ করা যাবে  না। তার বিশাল কর্মকাণ্ডের ইতিহাস সর্বজন নিন্দিত।

ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড.  বিদ্যুত বড়ুয়া বলেন আজ বঙ্গবন্ধু জীবিত থাকলে বিশ্বের বুকে রোল মডেল হয়ে অন্যদের অনুকরণীয় হত।  

তিনি বলেন, আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।  

এছাড়াও আরো বক্তব্য রাখেন তাইফুর ভুইয়া, ইকবাল মিঠু, আরিফ খালেক জামাল আহমেদ, সাব্বির আহমেদ, কাওসার সুমন, মোতালেব ভুইয়া, হিল্লোল বড়ুয়া, রেজাউল করিম, খাদিজা আখতার মিনি সহ আরো অনেক।  

এরপর সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি এর জন্মদিনে  এর  শুভেচ্ছা জানান ডেনমার্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভায়  উপস্থিত ছিলেন, সামি দাস, কচি মিয়া, জাহাঙ্গীর আলম, জামিল আখতার কামরুল, বোরহানউদ্দিন মোহাম্মদ ইউসুফ, ফজলে রাব্বি, আমির মোহাম্মেদ, ফাহমিদ আল মাহিদ, সুমন দাস, ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট সহ আরো অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.