Sylhet Today 24 PRINT

লিবিয়ায় প্রবাসীদের সতর্ক থাকার নিদের্শ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৬

আফ্রিকার উত্তরাঞ্চলের দেশ লিবিয়ায় অব্যাহত সহিংসতার জন্য সেখানকার প্রবাসী বাংলাদেশিদের তাদের সতর্ক থাকার আহবান জানিয়েছে লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ মিশন।

একই সঙ্গে বাংলাদেশি দূতাবাস প্রবাসীদের ঘরের বাইরে কম বের হওয়ার অনুরোধ করে এবং রাতে বের না হওয়ারও নির্দেশ দেয়। এছাড়া বের হওয়ার সময় অবশ্যই বৈধ কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য বলা হয়।

এছাড়াও নির্দেশনায় ‘সকল বাংলাদেশি প্রবাসীকে নিজেদের বৈধ কাগজ নিয়ে বের হতে বলা হচ্ছে এবং কোনো চেকপোস্টে দেখতে চাইলে সহযোগিতা করতে বলা হচ্ছে। এবং কোনো অবস্থাতেই ভয় পেয়ে বা অন্য কোনো কারণে পালিয়ে যাওয়া যাবে না।’

যে কোনো প্রয়োজনে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের নাম্বার +২১৮-৯১৬৯৯৪২০৭ এ ফোন করতে বলা হয়েছে।

লিবিয়ায় রোববার ৪ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর মিশনের পক্ষ থেকে এ নির্দেশনা এলো।

উল্লেখ্য, লিবিয়ায় ৪০ হাজার থেকে ৫০ হাজার বাংলাদেশি কাজ বিভিন্ন সেক্টরে কাজ করেন। গত বছরের আগস্ট থেকে সেখানে শ্রমিক পাঠানো বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.