Sylhet Today 24 PRINT

ইতালিতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার

মাঈনুল ইসলাম নাসিম |  ৩০ এপ্রিল, ২০১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুস সোবহান সিকদারকে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোমে বিদায়ী রাষ্ট্রদূত শাহদৎ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি সহসাই।

ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইতালিস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র ২৯ এপ্রিল শুক্রবার এই প্রতিবেদককে নতুন এই নিয়োগের কথা নিশ্চিত করেছে।

রাষ্ট্রদূত শাহদৎ হোসেন রোম থেকে ব্রাসেলসে বদলি হবার বিষয়টি আগেই চূড়ান্ত করে সেগুনবাগিচাস্থ পররাষ্ট্র দফতর।
 
বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা আবদুস সোবহান সিকদার ১৯৫৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।

তুখোড় অফিসার হিসেবে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং পরবর্তীতে নৌ পরিবহন, স্বরাষ্ট্র  ও  জনপ্রশাসন তিনটি মন্ত্রণালয়েরই সচিব হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করার পরই ২০১৪ সালের ফেব্রুয়ারিতে আবদুস সোবহান সিকদার যোগ দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্বে।

এক বছর দায়িত্ব পালন করার পর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অবসরে যান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.