Sylhet Today 24 PRINT

মালিতে ঝড়ের ২ বাংলাদেশি নিহত, আহত ৫

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৬

মালিতে জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশের দুই পুলিশ সদস্য ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। মালি পশ্চিম আফ্রিকার দেশ, এবং সেখানে শান্তি মিশনে বাংলাদেশের সদস্যরা নিয়োজিত রয়েছে।

রোববার (১৫ মে) স্থানীয় সময় বিকালে ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহতরা হলেন- কনস্টবল মো. ছামিদুল ইসলাম ও মোতাহার হোসেন।

মোতাহারের বাড়ি মুন্সিগঞ্জ সদরে; ছামিদুলের বাড়ি ময়মনসিংহে।  চলতি মাসের শুরুতে জাতিসংঘ মিশনে মালির রাজধানী বামাকোতে যান তারা।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, রোববার বিকালে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ পুলিশের সাত সদস্য আহত হন।

তাদের হাসপাতালে নেওয়ার পর রাতে কনস্টবল ছামিদুল ও মোতাহার মারা যান।

আহত পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.