Sylhet Today 24 PRINT

শিক্ষক লাঞ্ছনা ও ব্লগার হত্যার প্রতিবাদে শনিবার নিউইয়র্কে সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০১৬

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনা, ব্লগার হত্যাসহ বিভিন্ন ইস্যুতে শনিবার যুক্তরাস্ট্রের নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ করবে সেখানে বসবাসরত বাঙালিরা। শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় কয়েকটি সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

নারায়নগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা, দুই শিক্ষকের জেল, বৌদ্ধ ভিক্ষু-ইমাম, পুরোহিত, ব্লগারসহ ভিন্নমতাবলম্বী হত্যা ও দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লেখক-বুদ্ধিজীবী-সংস্কৃতিকর্মী-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ মাইনরিটি রাইটস মুভমেন্ট, ঘাতক দালাল নির্মূল কমিটি, গণজাগরণ মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্প্রীতি মঞ্চ, উদীচী শিল্পী গোষ্ঠিসহ কয়েকটি সংগঠন এই সমাবেশের আয়োজন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.