Sylhet Today 24 PRINT

পার্লামেন্ট স্কয়ারে গান্ধী স্ট্যাচু উদ্বোধন করলেন ক্যামেরন

লণ্ডন সংবাদদাতা |  ১৫ মার্চ, ২০১৫

ব্রিটেনের পার্লামেন্ট হাউজের সামনে স্থাপিত হল ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ মহাত্মা গান্ধীর প্রতিকৃতি। ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেবিড ক্যামেরন।

এ সময় তার পাশে উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধীর নাতি গোপিকিষান গান্ধী, ভারত সরকারের অর্থমন্ত্রী অরুন জেটলি ও কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

ক্যামেরন তার এক ফেইস বুক স্ট্যাটাসে লিখেন মহাত্মাগান্ধী বিশ্বরাজনীতির সর্বোচ্চদের একজন। আজকে পার্লামেন্ট স্কয়ারে তার স্ট্যাচু স্থাপনের মধ্যদিয়ে তিনি এখন থেকে তিনি আমাদের পাশেই আছেন। 

ভারতীয় পতাকার আবহে পার্লামেন্ট স্কয়ারের সামনে অংশ সাজানো হয়, ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় গান্ধী স্ট্যাচু। ভারতীয় লোকজন গান্ধীর ছবি সম্বলিত নানা রকম প্ল্যাকার্ড নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে কয়েক শতকের বিশ্ব রাজনীতির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের প্রতিকৃতি আছে পার্লামেন্ট স্কয়ারে।

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের উদ্যেগ নিলে যুক্তরাজ্য বিএনপির প্রতিবাদের মুখে তা স্থাপন করা সম্ভব হয়নি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.